ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিষিদ্ধ ছাত্রলীগের ইবি নেতার আত্মসমর্পণ, জেলে প্রেরণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ৩১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সহ-সভাপতি মামুন অর রশিদ আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা করেন। ওই মামলায় নিষিদ্ধঘোষিত ইবি ছাত্রলীগের সহসভাপতি মামুন অর রশিদকে ১৮ নম্বর আসামি করা হয়।

সেই মামলায় জামিন নিতে আজ কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে মামুন। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি